মাইজভাণ্ডারী যুব ফোরামের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে গতকাল হাটহাজারী উপজেলার খন্দকিয়াচিকনদণ্ডী এলাকাধীন যুগীরহাটস্থ প্রিমিয়ার পাবলিক স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) ও গাউছুল আজম মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারীর (🙂 আসন্ন ২৯ শে আশ্বিন খোশরোজ শরীফ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট ডট এর সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইউসুফ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বখতেয়ার উদ্দীন ও বিদ্যালয়ের ডিরেক্টরদের মধ্যে সিরাজুল ইসলাম মনসুর, আরিফুর রহমান ও জান্নাতুল হুরাইন শ্রাবণী এবং বিদ্যালয়ের অধ্যক্ষ রিফাত পাশা শেখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআজ শিল্পকলায় শুরু হচ্ছে উচ্চারক শিশু আবৃত্তি উৎসব