মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উত্তর সর্তা দায়রা শাখার ৫০ বছর পূর্তি উদযাপন, ঈদ–এ–মিলাদুন্নবী (দ.), ফাতেহায়ে ইয়াজদাহুম, শাহানশাহ্্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী উপলক্ষে শানে রাহমাতুল্লিল আলামিন সম্মেলন গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। উত্তর সর্তা গাউসিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্্রাসা ময়দানে উত্তর সর্তা দায়রা শাখার সভাপতি আবুল ফজল জাহাঙ্গিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। উদ্বোধক ছিলেন ফরিদ উদ্দিন। বক্তারা বলেন, ওলী বুজুর্গ সুফি ব্যক্তিত্বদের কল্যাণে এ অঞ্চলে ইসলামের প্রচার প্রসার ঘটেছে। তেমনি গাউসুল আযম সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এবং বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)সহ মাইজভাণ্ডারী মহাত্মাগণ অসীম আধ্যাত্মিক ক্ষমতায় সর্বস্তরের মানুষের কল্যাণে উৎসর্গীত থেকেছেন। বক্তারা আরো বলেন, শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট জনকল্যাণে বহুমাত্রিক পদক্ষেপ নিচ্ছে। অতিথি ছিলেন শাহানশাহ্্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। আলোচক ছিলেন মুফতি বাকি বিল্লাহ আল আজহারী মাইজভাণ্ডারী, এনাম রেজা কাদেরী, সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী। দায়রা শাখার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনলাইনে নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন, বিশ্বঅলির (ক.) পুরো জীবন কেটেছে জনকল্যাণে। আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মানবসেবাকে তিনি জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন। ২ দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে মহিলা মাহফিল ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং বিশ্বের মজলুম মানুষের পরিত্রাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












