মাইজভাণ্ডারী দরবারে জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল

| বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

প্রিয় নবীজির (সা.) আগমনী মাস মাহে রবিউল আউয়াল উপলক্ষে জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ১৫ সেপ্টমবর (সোমবার) অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে ছিল আলোচনা সভা, মিলাদ মাহফিল, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ। উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া হাদী মনজিলের সাজ্জাদানশীন মাওলান শাহ্‌সুফী সৈয়দ মঈনুল কবির (মা) মাইজভান্ডারী। এতে বক্তব্য রাখেন গাউসিয়া হাদী মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ তানবীর হাদী মাইজভান্ডারী (মা.) আল হাসানী, ওয়াল হোসাইনী ও শাহজাদা সৈয়দ শাহসুফী তাজবীর হাদী মাইজভাণ্ডারী আলহাচানী ওয়াল হোসাইনী।

এতে প্রধান অতিথি সৈয়দ মঈনুল কবির মাইজভাণ্ডারী বলেন, প্রিয় নবীর (.) দুনিয়ায় শুভাগমন জগৎবাসীর জন্য আল্লাহ পাকের বড় অনুগ্রহ ও রহমত। তাই প্রিয় নবীর (.) শুভাগমনে খুশি প্রকাশ করা কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ। এতে প্রধান বক্তা ছিলেন জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় সমন্বয়ক সুফী গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারী। বক্তব্য রাখেন ডাঃ মাওলানা গাজী আবু তৈয়ব চৌধুরী মাইজভাণ্ডারী, পতেঙ্গা মঈনুল কবির হাফেজ জান আলী শাহ আদর্শ মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসার মাওলানা মাহবুবুল আলম আল কাদেরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী চট্টগ্রাম মহানগর সভাপতি ইমাম শরীফ মাইজভান্ডারী, মো. শাহাজাহান, মো. মহিউদ্দিন মাইজভান্ডারী, খাদেম আবুল কালাম মাইজভাণ্ডারী, আবু জাফর শাহ্‌ মাইজভাণ্ডারী, জিয়াউল আজিম সুমন, হাসান সওদাগর ও মো. বেলাল মাইজভান্ডারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষের দোয়ার কারণেই গুম থেকে বের হতে পেরেছি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ৫ম বর্ষপূর্তি উদযাপন