মাইজভাণ্ডারী ত্বরীকা বিশ্বব্যাপী স্বীকৃত

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কাউন্সিলে মেয়র

| মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৯:১৬ পূর্বাহ্ণ

চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ইসলামী সুফীবাদের ধারাবাহিকতায় বাংলার জমিনে উদ্ভূত একমাত্র ত্বরীকা হিসেবে মাইজভাণ্ডারী ত্বরীকা আজ আধুনিক বিজ্ঞান, কোরআন সুন্নাহ সম্মত ত্বরীকারূপে ইতোমধ্যে বিশ্বের সর্বত্র স্বীকৃতি লাভ করেছে। গতকাল সোমবার মাইজভাণ্ডার দরবারে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাইজভাণ্ডার দরবার শরীফ সংগঠনের সভাপতি শাহ সুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রফেসর ড. কাজী মেজবাউল আলম মামুন। বক্তব্য দেন, শাহাজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন ড. মুহাম্মদ সাইফুল আজম আল-আযহারী, কাউন্সিল বক্তা শাহাজাদা ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম, গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। অতিথি বক্তা ছিলেন, রাখেন, সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, মঈনুল হোসেন সাগর, সোলাইমান ভুঁইয়া, গোলাম রহমান রাজু, ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। কাউন্সিলে শাহ সুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম.) কে সভাপতি ও সৈয়দ মাহমুদুল হককে মহাসচিব করে ২১ সদস্য বিশিষ্ট আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। শেষে অধ্যক্ষ দারুত্তালীম মাওলানা নুরুল আবছার শরীফের ইমামতিতে বাদে যোহর আদায় শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে কাউন্সিলের প্রথম অধিবেশন শেষ হয়। শেষে মেয়র লেওয়া-ই্‌আহমদী হেফজখানা ও এতিমখানা উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৯ ব্যক্তিকে ৩১হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক