‘মাইজভাণ্ডারী ত্বরিকা চর্চার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব ’

মইনুদ্দীন হাসানীর খোশরোজ শরীফে ভক্তদের ঢল

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক মনীষী, ইমামে আহলে সুন্নাত শায়খুল ইসলাম হযরত শাহ্‌সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌-হাসানীর (ক.) ৮৫তম খোশরোজ শরীফের ৬ দিনব্যাপী কর্মসূচি এবং গতকাল শুক্রবার জুমার নামাজের আখেরী মুনাজাতে লাখোও ভক্ত-আশেকের ঢল নামে। এই মহান অলীর খোশরোজ শরীফ উপলক্ষ্যে মাইজভাণ্ডার দরবার শরীফে দেশ-বিদেশের বহু ভক্ত অনুরাগী করোনা স্বাস্থ্যবিধি মেনে নানা ধর্মীয় ও মানবিক কর্মসূচি পালন করেছে।
শুক্রবার জুমার বয়ান ও আখেরী মুনাজাতে মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহ্‌সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী (মা.জি.আ.) বলেন, সর্বত্র শান্তি ও ভালোবাসার বাণী ছড়িয়ে দিয়ে সম্প্রীতির বিশ্ব সমাজ গড়তে হবে। এ দেশের মাটি ও মানুষের মানস চেতনা উপযোগী ত্বরীক্বায়ে মাইজভাণ্ডারীয়া চর্চা বেগবান করার মাধ্যমে বৈশ্বিক শান্তির রূপরেখাই পেশ করেছেন শাহ্‌সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌-হাসানী (ক.)। তিনি দুই দশক আগে জাতিসংঘ অধিবেশনে প্রদত্ত বক্তৃতায় মদিনা সনদের আলোকে বর্তমান বৈশ্বিক সংকট উত্তরণ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে ডাক দিয়েছিলেন তা আজও বেশ প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। খোশরোজ শরীফ উপলক্ষে আন্‌জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট, মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সংগঠনের ৬ দিনব্যাপী কর্মসূচিতে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া মাইজভাণ্ডারীয়া, খতমে খাজেগান, ফ্রি চিকিৎসা, মাদক জঙ্গিবাদ ও যৌতুক প্রতিরোধে প্রচারণা ও গণ স্বাক্ষর, ফ্রি চিকিৎসা ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, রওজায় গিলাফ চড়ানো, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামি আলিম মাদরাসা এতিমখানা ও হেফজখানার সালানা জলসা ও দস্তারবন্দি, মইনীয়া প্রকাশনী কর্তৃক প্রকাশিত কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচন, রক্তের গ্রুপ নির্ণয়, হুজুর কেবলার (ক.) দেশ-বিদেশের নানা অনুষ্ঠানের দুর্লভ আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী, কর্মসূচিসহ মিলাদ মাহফিল এবং আখেরি মুনাজাত। সালানা জলসায় হেফজখানার ১২ জন হেফজ সমাপনকারী ছাত্রকে পাগড়ি পরিয়ে দেন হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী। গতকাল অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহ্‌জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল্‌-হাসানী, কার্যকরী সভাপতি শাহ্‌জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্‌-হাসানী, ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শাহ্‌জাদা সাইয়্যিদ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্‌-হাসানী, হযরত সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী। অতিথি ও আলোচক ছিলেন সাংবাদিক মুহসীন কাজী, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, খলিফা শাহ্‌ আলমগীর খান মাইজভাণ্ডারী, আল্লামা রুহুল আমিন ভুঁইয়া চাঁদপুরী, শাহ্‌ মুহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজী, মুহাম্মদ বোরহান উদ্দিন, কাজী মুহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ আসলাম হোসাইন, কামরুজ্জামান হারুন, মুফতী এইচএম মাকসুদুর রহমান, মাওলানা বাকের আনসারী, মাওলানা আবদুস সাত্তার সিদ্দিকী, মাওলানা নঈম উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রকল্প বন্ধ, তাই ৭ মাস বেতন নেই ২৪ কর্মীর
পরবর্তী নিবন্ধঅনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করেছে ২৪ রাজনৈতিক দল