মাইজভাণ্ডারী ত্বরিকা অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের পথ দেখায়

ওরশ মাহফিলে আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

 

 

মাইজভাণ্ডার দরবার শরীফের আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবার শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (.) বলেছেন,

উপমহাদেশের প্রধান আধ্যাত্মিক চর্চার প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার। এটি কেবল একটি দর্শন, পারলৌকিক সাধনা কিংবা চেতনার নাম নয়। বরং একটি মানবতাবাদী, অসামপ্রদায়িক সমাজ বিনির্মাণের সংগ্রাম। মাইজভান্ডার দর্শনে ধর্ম সাম্যের যে বাণী তার যথার্থ প্রতিফলন পরিলক্ষিত হয় এর প্রবর্তক শাহ সুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)র কর্মকাণ্ডের মধ্যে। তিনি জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর সকলকে স্ব স্ব ধর্মে থেকে কাজ করার ও আল্লাহকে স্মরণ করার পরামর্শ দিতেন। তাই সামপ্রদায়িক ভেদ বুদ্ধির ঊর্ধ্বে মাইজভান্ডারী ত্বরিকা। এ ত্বরিকার অনুস্মরণ ও অনুকরণেই আমাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ সুগম হবে। তিনি গত সোমবার মাইজভাণ্ডার দরবারে মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (.) এর র ১১৬তম বার্ষিক ওরশ শরীফে আগত আশেক ভক্তদের উদ্দেশে এসব কথা বলেন। এসময় শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (.) উপস্থিত ছিলেন। বক্তব্য দেন, কাজী মুহাম্মদ জানে আলম বাবুল, হারুন অর রশিদ, আব্দুল হামিদ, মুফিজুল আলম, নাজমুল হাসান মাহমুদ শিমুল, মুহাম্মদ হাসান, লালন ওসমান, কফিল উদ্দিন প্রমূখ। মাওলানা মুহাম্মদ জহুরুল হকের পরিচালনায় মিলাদে নববী ও তাওয়াল্লোদে গাউছিয়া শেষে বাংলাদেশসহ বিশ্ব শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওসমান গণি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৫.৯৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসিজেকেএস কারাতে লিগ সম্পন্ন