গাউসুল আযম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (কঃ) ১১৫ তম বার্ষিক ওরশ মাইজভাণ্ডার দরবারে গত ২৪ জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ওরশ শরীফ উপলক্ষ্যে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর তত্ত্বাবধানে ওরশে আগত দেশ বিদেশের আশেক-ভক্ত, জায়েরীনদের জন্য থাকা-খাওয়া, স্যানিটেশন, প্রাথমিক চিকিৎসা, পার্কিং, নিরাপত্তা, নির্বিঘ্নে চলাচলের জন্য লাইটিং এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ওরশে দেশ, জাতি ও বিশ্বমানবতার সর্বাঙ্গীণ কল্যাণ ও বিশেষ করে করোনা মহামারী থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া কামনা করে মোনাজাত করেন শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী। এছাড়া ওরশ শরীফের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন সুসম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসা সেবা দানকারী দল, এলাকাবাসী ও সকল স্বেচ্ছাসেবী খাদেমানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মোন্তাজেম ও ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।