মাইজভাণ্ডারী সুফিবাদ বাংলার আধ্যাত্মিক এমন ধারা যেখানে প্রেম, সংগীত ও ভক্তি একসাথে প্রবাহিত হয়। তারই ধারাবাহিকতায় সুদীর্ঘ পাঁচ বছর ধরে মাইজভাণ্ডারী গানের প্রচার ও প্রসারের লক্ষে “মাইজভাণ্ডারী গীতি” এ্যাপস এর মাধ্যমে কাজ করে চলছে।
৫ম বছরের এই পথচলায় কাল বুধবার বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম হলে আলোচনা সভা ও মাইজভাণ্ডারী গানের জলসা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম‘র আঞ্চলিক পরিচালক মো. মাহফুজুল হক, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ.ওয়াই এমডি জাফর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ, বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ এম.ফিল গবেষক এড. আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুষ্ঠানের আহ্বায়ক আবু তালেব অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












