মাইজভাণ্ডারী গান খোদা প্রেমের অন্যতম অনুষঙ্গ

জাতীয় সুফি সম্মেলনে ড. সেলিম জাহাঙ্গীর

| রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ব্যবস্থাপনায় ও মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী ৭ম জাতীয় সুফি সম্মেলন সমাপ্ত হয়েছে। গত ১৮ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রামে সমাপনী সেশনে ‘মাইজভাণ্ডারী গানে খোদাপ্রেম : একটি অণ্বিষ্ট পর্যবেক্ষণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। এই প্রবন্ধের উপর আলোচক ছিলেন সাংবাদিক ও লোকসংগীত গবেষক নাসির উদ্দিন হায়দার। এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরওয়ার।

অধ্যাপক সিকান্দার খান বলেন, সুফিরা নিজের স্বার্থ বড় করে না দেখে নিঃস্বার্থভাবে পরোপকার করার শিক্ষা দিয়েছেন। ড. সেলিম জাহাঙ্গীর বলেন, মাইজভাণ্ডারী গান খোদা প্রেমের অনুপম অনুষঙ্গ। নাসির উদ্দিন হায়দার বলেন, শতবর্ষের পথপরিক্রমায় মাইজভাণ্ডারী গান বাংলা লোকসংগীতের অপরূপ সখা হয়ে উঠেছে, মাইজভাণ্ডারী গান হলো ভালোবাসার এক অলৌকিক শিল্পরূপ। দিবসের প্রথম ও দ্বিতীয় একাডেমিক সেশন চেয়ার ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম শামীম এবং সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম. মহি উদ্দিন চৌধুরী। দুটি সেশনে মোট ৯টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

প্রবন্ধ উপস্থাপনকারীরা হলেন- চবি শিক্ষক ড. হাফেজ মুহাম্মদ নুর হোসাইন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল্লাহ্‌ ভূঁইয়া, মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী, গবেষক আবদুল্লাহ মোহাম্মদ ইকবাল, রাবি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সিভাসুর ড. এস কে এম আজিজুল ইসলাম, ড. মো. একরাম হোসেন, সৈয়দ মাসুম কামাল আল আজহারী, অধ্যক্ষ ড. হাফেজ আল্লামা মুহাম্মদ মহিউল হক।

এরপর আরেফিন রিয়াদের সঞ্চালনায় সুফি সংগীত পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর শিল্পীরা। শেষে ৭ম জাতীয় সুফি সম্মেলন উদযাপন পর্ষদ আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীনের সমাপনী ভাষণ ও ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহরণের ২৬ বছর পূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধদেশে দেশে আবার জেগে উঠছে সমাজতন্ত্র