মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত ত্রৈমাসিক সভা গত শনিবার গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী। কেন্দ্রীয় পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম ও দিদারুল আলমের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদের সহ–সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, সাহেদ আলী চৌধুরী, শেখ মাকসুদুর রহমান দুলাল, এসএম মোর্শেদূল আমিন, মোহাম্মদ হারেছ, শফিউল আজম নিজাম, এম মকসুদুর রহমান হাসনু, মোহাম্মদ আলী, ইউসুফ আলী, মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মো. আশরাফুজ্জামান, এইচএম আলী আবরাহা দুলাল, আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ আজম, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ।
সভায় ত্রৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয়। পূর্বনির্ধারিত আলোচ্যসূচি মোতাবেক সদস্যরা আলোচনায় অংশ নেন এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ পাঠান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় আসন্ন মহান ১০ মাঘ মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারীয়া ত্বরীকার প্রবর্তক শাহসুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (কঃ) ১২০তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উদযাপনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলাপ–আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও সাংগঠনিক সেল, প্রচার ও মিডিয়া সেল, অর্থ ও হিসাব সেল, তাত্ত্বিক সেল সহ বিভিন্ন সেলের দায়িত্বশীল সদস্যরা তাদের স্ব–স্ব সেলের সুবিধা–অসুবিধা ও ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।












