মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির নাক-কান ছেদন কর্মসূচি

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশপশ্চিম মোহরা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কবির আহমদ সওদাগরের বাড়িতে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (🙂 এর ৯৭ তম খোশরোজ শরীফ উপলক্ষে বিনামূল্যে ঔষধসহ নাককান ছেদন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে ৫০এর অধিক মেয়েদের নাককান ছেদন করা হয়। সাধারণ সম্পাদক মনসুর সুজনের সঞ্চালনায় আবু সাঈদ রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ মোরশেদুল ইসলাম এবং মহানগর জোন ‘ক’ এর সমন্বয়ক মাকসুদুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফর আহমদ, আজিজুল হাসান, দেলোয়ার, জাবেদুল আলম, ওয়াহিদ, রিদোয়ান, সাকিব, সামির, জিকু, নাঈম, অভি, ইমাম, মাশরাফি, ইলিয়াছসহ পশ্চিম মোহরা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা শিক্ষা সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে
পরবর্তী নিবন্ধএকাডেমিক প্রস্তুতি, মানসিক দৃঢ়তা ও স্মার্ট স্টাডি কৌশলে গুরুত্বারোপ