মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ–পশ্চিম মোহরা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কবির আহমদ সওদাগরের বাড়িতে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক🙂 এর ৯৭ তম খোশরোজ শরীফ উপলক্ষে বিনামূল্যে ঔষধসহ নাক–কান ছেদন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে ৫০–এর অধিক মেয়েদের নাক–কান ছেদন করা হয়। সাধারণ সম্পাদক মনসুর সুজনের সঞ্চালনায় আবু সাঈদ রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ মোরশেদুল ইসলাম এবং মহানগর জোন ‘ক’ এর সমন্বয়ক মাকসুদুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফর আহমদ, আজিজুল হাসান, দেলোয়ার, জাবেদুল আলম, ওয়াহিদ, রিদোয়ান, সাকিব, সামির, জিকু, নাঈম, অভি, ইমাম, মাশরাফি, ইলিয়াছসহ পশ্চিম মোহরা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।–বিজ্ঞপ্তি












