মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মুনির নগর শাখার উদ্যোগে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। মো. ওমর ফারুক শাওনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মো. মনির আহমদ। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. আলমগীর। বক্তব্য রাখেন সৈয়দ মো. সেলিম, মো. জনাব আলী, মো. আতিকুল আলম রাসেল, মো. নোমান, মো. সাকিবুল ইসলাম, মো. তৌসিফ, মো. মিশকাতুর রহমান, মো. তাওহীদ, মো.আলবি প্রমুখ। প্রধান অতিথি বলেন, মাইজভাণ্ডারীয়া ত্বরিকার দর্শন মানুষের মাঝে ভেদাভেদ দূরীভূত করে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে। তিনি শিশু–কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।