পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বিশ্বঅলি শাহানশাহ হজরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির (ক.) ৯৬ তম খোশরোজ উপলক্ষে আয়োজিত গাউসুল আযম কনফারেন্সে বক্তারা বলেছেন, বর্তমানে সারাবিশ্বের মানুষ একটি কঠিন সময় অতিক্রম করছে। সামান্য কারনে মানুষ অন্যের রক্তে নিজের হাত রঞ্জিত করছে। একই সাথে নানা ভুল মতবাদে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। এথেকে পরিত্রাণ পেতে আল্লাহ ও তার রসূলের দেখানো পথে চলা ও মাইজভান্ডারী তরিকার কোন বিকল্প নেই।
কনফারেন্সের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি এ রেজাউল আলী জসিম চৌধুরী। প্রধান ওয়ায়েজিন ছিলেন গোমদন্ডি দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি।
বিশেষ বক্তা ছিলেন আরবি প্রভাষক হযরত মাওলানা মুজিবুল হক মাইজভান্ডারি, বায়তুন নূর তৈয়্যবিয়া জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা সাহাব উদ্দিন মাইজভান্ডারি। কনফারেন্সের সভাপতি ছিলেন চেয়ারম্যান ঘাটা শাখার সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম। বিশেষ অতিথি ছিলেন সদস্য আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ দিদারুল আলম, নজরুল ইসলাম মামুন, ওমর আলী মাতব্বর মহল্লা কমিটির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ নাছির এবং মোহাম্মদ শরীফ। কনফারেন্স শেষে মাইজভান্ডাীর সংগীত পরিবেশন করেন খ্যাতনামা কাওয়ালরা। প্রেস বিজ্ঞপ্তি।