মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে হযরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) বার্ষিক ওরশ উপলক্ষে সম্প্রতি সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে ও রুবেল শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের ফটিকছড়ির সাংগঠনিক সমন্বয়ক হাফেজ মাওলানা আবুল কাশেম, মাস্টার কবির আহমেদ, জয়নাল আবেদীন জুলু, মো. আলমগীর, নির্বাহী মেম্বার লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সাংগঠনিক সম্পাদক ঝুমুর সর্দার, প্রচার সম্পাদক ঝন্টু শীল, সোনারাম আচার্য, সঙ্গীতা শীল, সাবেক সহ-সভাপতি টিটু চৌধুরী, সহ-সভাপতি শিপ্রা বসু মল্লিক, মহিলা সম্পাদিকা অর্চনা রানী আচার্য, জুঁই রায় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












