মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর ওরশ শরীফ উপলক্ষে ১৮তম শিশু কিশোর সমাবেশ আগামীকাল শুক্রবার নগরীর নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী। অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন শিশু কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান। প্রেস বিজ্ঞপ্তি।









