সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে আয়োজিত শিশু–কিশোর সমাবেশ উদযাপন পরিষদ। গতকাল মঙ্গলবার শিশু–কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এতে সংহতি জানিয়ে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে আগামী ২ জানুয়ারি নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিযোগিতা এখন ৯ জানুয়ারি সকাল ৯টায় নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এছাড়া শিশু–কিশোর সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ১৬ জানুয়ারি একই স্থানে। শিশু–কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান সকল শিশু–কিশোর এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন এবং পরিবর্তিত তারিখে প্রতিযোগিতা ও সমাবেশে অংশগ্রহণ করার জন্য সকলকে উৎসাহিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।











