মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা ও প্রকশনা উইং এর উদ্যোগে বিশেষ সংলাপ ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলমের সঞ্চালনায় ‘মাকাসিদুশ শরিয়াহ’ শীর্ষক সংলাপে প্রবন্ধ উপস্থাপন করেন সাদার্ণ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নুরুন্নবী আযহারী বক্তব্য রাথেন মোহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আযহারী, অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল। আলোচনায় অংশ নেন মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, হাসান মুহাম্মদ শরফুদ্দীন এবং সৈয়দ মোহাম্মদ সাখাওয়াত মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মুহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আকিব, মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মাকাসিদুশ শরিয়াহ বলতে শরিয়াহর উদ্দেশ্য বা লক্ষ্যসমূহকে বোঝানো হয়। এটি ইসলামী আইন ও শরিয়াহর এমন একটি মৌলিক ধারণা, যা ইসলামী বিধি–বিধানের পেছনে নিহিত মূল দর্শন ও কল্যাণমূলক উদ্দেশ্যকে ব্যাখ্যা করে। প্রেস বিজ্ঞপ্তি।