মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত পঞ্চদশ শিশু-কিশোর সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এসজেডএইচএম ট্রাস্ট ও পঞ্চদশ শিশুকিশোর সমাবেশ উদ্যাপন পরিষদের যৌথ সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী একাডেমির সদস্য সচিব প্রফেসর জহুরুল আলম।
প্রধান অতিথি ছিলেন এসজেডএইচএম ট্রাস্টের সচিব প্রফেসর এ ওয়াই এম জাফর। শিশুকিশোর সমাবেশ উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সমন্বয় কর্মকর্তা মোহাম্মদ তানভীর, উদ্যাপন পরিষদের সমন্বক প্রফেসর মীর তরিকুল আলম, মাকসুদুর রহমান হাসনু, নুরুল করিম নুরু, মোহাম্মদ নাসির উদ্দীন, আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ আবুল মনসুর, এইচ আর মেহেবুব জিকু, আরেফিন রিয়াদ, পরিষদের সদস্য শাহনেওয়াজ হোসেন চৌধুরী, মেজবাহ উদ্দিন, ফজলুল হক ফজু, শওকত হোসাইন, মোহাম্মদ ওমর ফারুক, আহসান উল্লাহ চৌধুরী বিভন, মো. আরিফুল ইসলাম ও ডা. কৌশিক সাইমন জয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।