মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সভা

| রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১১:০৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ এখলাছুর রহমানের সঞ্চালনায় খতমে কোরআন, হামদনাত, কবিতা, চিত্রাংকন, বক্তব্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম। বক্তব্য রাখেন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু নাছের আনছারী, মাস্টার মোহাম্মদ মমতাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ তৌহিদুল্লাহ আনোয়ারী, মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম। এতে আরো উপস্থিত ছিলেন, মাস্টার মুহাম্মদ মুনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা সেলিনা আক্তার, মাস্টার মুহাম্মদ মোজাহের, মাস্টার মুহাম্মদ সোলায়মান, ক্বারী মুহাম্মদ হোসাইন, মাস্টার মুহাম্মদ সোহাইল পারভেজ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ জহুরুল আলম, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ ওমর ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর বিকিরণ প্রসাদ বড়ুয়া তাঁর কর্মগুণে মানুষের মাঝে বেঁচে থাকবেন
পরবর্তী নিবন্ধলেখালেখির জন্য বড় প্রয়োজন অভিজ্ঞতা সঞ্চয়