মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসায় মাদকবিরোধী মানববন্ধন

| শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

দক্ষিণ পতেঙ্গা মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে সরকারী নির্দেশ মোতাবেক ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’প্রতিপাদ্যে আন্তর্জাতিক মাদকদ্রব্য প্রতিরোধ দিবস উপলক্ষে গত রবিবার মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা এখলাছুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আলম। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মদ আলী আকবর, দাতা সদস্য আইয়ুব আলী। আরো উপস্থিত ছিলেন মাদরাসার সকল শিক্ষকশিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। এতে মাদরাসার শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষাচিন্তা ও রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধু
পরবর্তী নিবন্ধকাউখালীতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন