মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসায় বার্ষিক অভিভাবক সমাবেশ

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:২০ পূর্বাহ্ণ

মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার নতুন সমাবেশ কক্ষে বার্ষিক অভিভাবক সমাবেশ গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ আইয়ুব নাছেরের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা এখলাছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রাজনীতিবিদ মুহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য মুহাম্মদ মুনিরুল হাসান, অভিভাবক সদস্য কাজী মুহাম্মদ আলমগীর, সাবেক সভাপতি মোঃ জানে আলম। এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষকশিক্ষিকা ও কর্মচারীবৃন্দগণ। প্রধান অতিথি নতুন শিক্ষা কারিকুলাম সম্পর্কে অভিভাবকদের উদ্যেশ্যে বলেন, শিক্ষা নাগরিকদের অধিকার। শিক্ষা হবে সার্বজনীন, শিক্ষা হবে সহজলভ্য, প্রাণচাঞ্চল্য। শিক্ষা হবে মানবিক, আধুনিক, বিজ্ঞানভিত্তিক, যুক্তিনির্ভর। শিক্ষা মানুষকে লড়তে শেখায় সকল অপশক্তির বিরুদ্ধে। শিক্ষা মুখস্থ করার কোন বিষয় নয়, আত্মস্থ করার। শিশুরা, শিক্ষার্থীরা শিখবে আনন্দের সাথে, উৎসাহ, উদ্দীপনা নিয়ে আগ্রহের সাথে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া অঙ্কুর স্কুল এন্ড কলেজে বিদায় ও বার্ষিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে আগুনে পুড়েছে ১২ দোকান