সন্ধ্যায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন আফসানা আকতার জিসান নামে এক গৃহবধূ (২২)। পথে টেক্সি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি। গতকাল বরিবার রাত সাড়ে আটটার দিকে বোয়ালখালী পৌরসভার ফুলতল এলাকার এন. মোহাম্মদ প্লাষ্টিক ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ড রাজ্জার সওদাগরের বাড়ির মো. দিদারের স্ত্রী। তার বাবার নাম মো. আবছার।
প্রতক্ষদর্শীরা বলেন, দ্রুত গতিতে আসা মাইক্রবাস ওভারটেক করার সময় টেক্সির সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়। এর মধ্যে মহিলাটির অবস্থা গুরুতর ছিল।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জিসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের স্বামী মো. দিদার ও টেক্সি চালক রাশেদ প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয় এলাকাবাসী মুহাম্মদ সেলিম বলেন, জিসানের বিয়ে হয়েছে গত দুই বছর আগে। তাদের ঘরে এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। দুর্ঘটনার সময় মেয়ে ছিটকে পড়ায় তার কোনো ক্ষতি হয়নি।