রাঙামাটি থেকে মাইক্রোবাসে করে চোলাই মদ চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাচ্ছিল কিছু মাদক ব্যবসায়ী। গতকাল রোববার ভোররাত ৪টার দিকে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা চৌধুরী গোট্টা এলাকায় পুলিশ ৪২০ লিটার মদসহ একজনকে গ্রেপ্তার করে। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। গ্রেপ্তার মো. আরমান (২৭) রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সুরাঙ্গা ইসলামাবাদ নতুনপাড়া এলাকার মো. আইয়ুবের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদে অভিযান চালিয়ে গাড়িভর্তি ৪২০ লিটার চোলাইমদসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয় জানা গেছে। তারা হলেন কাউখালী উপজেলার বেতবুনিয়া সুগারমিল এলাকার স্রোতি চাকমা (৩৫) এবং তার সহযোগী।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার।