বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চলাকালে ব্যারেন্ট সাগরের এক লক্ষ্যস্থলে একটি জাইরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে রাশিয়া জানিয়েছে। খবর বিডিনিউজের।
রোববার দেশটি জানায়, মহড়ায় তাদের সুখোই এসইউ–৩৪ সুপারসনিক যুদ্ধ–বোমারু বিমানগুলোও লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ায় অথবা প্রতিবেশী বেলারুশে কোনো হামলার ক্ষেত্রে কমান্ড ও সমন্বয় উন্নয়নের লক্ষ্যে ১২ সেপ্টেম্বর থেকে বেলারুশের সঙ্গে জাপাড বা পশ্চিম নামের যৌথ কৌশলগত অনুশীলন করেছে রাশিয়া।
ভিডিওতে দেখা যায়, ফ্রিগেটটি থেকে খাড়া উপরের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আর সেটি দিগন্তের দিকে একটি কোণ রচনা উপরের দিকে ছুটে যাচ্ছে। মন্ত্রণালয়টি বলেছে, প্রকৃত সময়ে প্রাপ্ত বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণের তথ্য অনুসারে লক্ষ্যবস্তুটি সরাসরি আঘাতে ধ্বংস হয়। মন্ত্রণালয়টি জানায়, উত্তরাঞ্চলীয় নৌবহরের মিশ্র অ্যাভিয়েশন কোরের ডুবোজাহাজ বিধ্বংসী দীর্ঘপাল্লার আকাশযানও এই মহড়ায় অংশ নিয়েছে। আর এসইউ–৩৪ এর ক্রুরা স্থলের লক্ষ্যস্থলগুলোতে বোমা দিয়ে আঘাত হানার অনুশীলন করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৯ সালে জানিয়েছিলেন, তাদের জাইরকন ক্ষেপণাস্ত্রগুলো শব্দের নয়গুণ গতিতে ছুটতে পারে এবং অন্তত ১০০০ কিলোমিটারের মধ্যে সাগর অথবা স্থলের যে কোনো লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে। রাশিয়ার গণমাধ্যম সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ায় থ্রিএমটুটু জাইরকন হিসেবে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৪০০ থেকে ১০০০ কিলোমিটার এবং ৩০০ থেকে ৪০০ কেজি পর্যন্ত বোমা বহন করতে পারে।










