মহৎ সাহিত্য সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম একাডেমি অসামান্য কাজ করে যাচ্ছে

বার্ষিক সাধারণ সভায় বক্তারা

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির ২৫তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেছেন, চট্টগ্রাম একাডেমি হলো শিল্প, সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা ও চর্চা করা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে কাজ করে। ‘চট্টগ্রাম লেখক কোষ’ ও ‘সংগীত কোষ’এর মতো গুরুত্বপূর্ণ বই প্রকাশ এবং বিভিন্ন সাহিত্য পুরস্কার প্রদানের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখছে। এটি কলকাতার বঙ্গীয় সাহিত্যের মতো একটি স্থায়ী সাহিত্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, যেখানে চট্টগ্রামের সাহিত্যিক ও সাংস্কৃতিক ধারাকে জাতীয় পর্যায়ে পরিচিত করানো হয়। তাঁরা বলেন, এখানকার লেখকসাহিত্যিকরা সাহিত্যকর্মের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন, চট্টগ্রামকেও এগিয়ে নিচ্ছেন। মহৎ সাহিত্য সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম একাডেমি অসামান্য কাজ করে যাচ্ছে।

গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে পরিচালক প্রফেসর রীতা দত্তের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা। একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক সাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় বক্তব্য দেন, একাডেমির সাবেক মহাপরিচালক প্রাবন্ধিক নেছার আহমদ, কবি অরুণ শীল, পরিচালক কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, গল্পকার বিপুল বড়ুয়া, লেখক এস এম আবদুল আজিজ, লেখক মুহাম্মদ নোমান লিটন, কবি শারুদ নিজাম, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, লেখক রিটন কুমার বড়ুয়া, গল্পকার ফারজানা রহমান শিমু, শিশুসাহিত্যিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, একাডেমির পৃষ্ঠপোষক সদস্য মো. ওসমান গণি, জীবন সদস্য ফজল হোসেন ও সাধারণ সদস্য আসিফ ইকবাল।

সংগীত পরিবেশন করেন শিল্পী মানসপাল চৌধুরী, কোহিনুর শাকি ও সৈয়দ খালেদুল আনোয়ার। উপস্থিত সবাইকে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে একাডেমির পরিচালক, পৃষ্ঠপোষক সদস্য, জীবন সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য ও ইউজিসি সদস্যের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবে আলোচনা সভা