চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গিয়ে মিশেছে মহেষখাল। অথচ এই খাল নিয়ে যাচ্ছে তাই অবস্থা বিদ্যমান, খাল খননে নেই তেমন উদ্যোগ। পূর্ববর্তী সরকারের আমলে যদিও খাল উন্নয়ন প্রকল্প শুরু হয়, কিন্তু তা এখনো আশার আলো তেমন দেখাতে পারেনি। ড্রেনেজ প্রকল্পের আওতায় লোক দেখানো প্রহসনে কিছুদিন ড্রেজার দিয়ে ময়লা–আবর্জনা ও ভরাট অংশ খনন কাজ দেখালেও কোনো এক অদৃশ্য কারণে তা স্থিমিত হয়ে যায়। মহেষখালের বিস্তৃত এলাকাসমূহ হলো বড়পুল, নিমতলা, সিডিএ, ফকিরহাট, মুন্সিপাড়া। তাছাড়া ছোট বড় নালার মাধ্যমেও মহেষখালের বিস্তৃত এলাকা অনেক বড়। বিশেষ করে বর্ষাকালে অত্র এলাকার মানুষগণ চলাচলে ভীষণ সমস্যার সম্মুখীন হয়। অত্যধিক ভরাট ও আবর্জনার দরূন বর্ষায় পানি প্রবাহের গতিপথ পরিবর্তন হয়ে যায়, যা সরাসরি কর্ণফুলীতে গিয়ে পড়ে না। ফলে মহেশখালের সাথে সংযুক্ত এলাকার নিচুস্তর সহ বিপুল সংখ্যক জায়গা পানিতে প্লাবিত হয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগসহ, ব্যবসায় বাণিজ্যের ভীষণ ক্ষতি পরিলক্ষিত হয়। এমতাবস্থায় খাল খনন প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি।
ইকরাম আকাশ
নিমতলা–বন্দর,
চট্টগ্রাম।