দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসা সেবায় আরো একধাপ এগিয়ে গেল। প্রথমবারের মতো মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোজিত হলো আধুনিক যন্ত্রপাতি সম্বলিত সিজারিয়ান অপারেশন থিয়েটার। গতকাল নতুন স্থাপিত অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী–কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক। আরো অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিব শেখর ভট্টাচার্য। এই দ্বীপ উপজেলায় অপারেশন থিয়েটার চালু হওয়ায় সাড়ে তিন লাখ দ্বীপবাসী উপকৃত হবে বলে সাধারণ লোকজনের আশা। গতকাল প্রথম দিনেই সফলভাবে দুটি অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানালেন হাসপাতালের স্বাস্থ্য প্রশাসক।