মহেশখালী-কুতুবদিয়ার উন্নয়নে প্রয়োজন যোগ্য নেতৃত্ব

কক্সবাজারে বৈঠকে মুহাম্মদ শাহজাহান

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, মহেশখালীকুতুবদিয়া দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে ভূমিকা পালন শুরু করেছে। দেশ ও বিদেশের কাছে মহেশখালী একটি পরিচিত নাম। এই জনপদের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য প্রয়োজন একজন সৎ, যোগ্য ও ডায়নামিক নেতৃত্ব। সেই নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সাবেক এমপি ও জাতীয় নেতা হামিদুর রহমান আযাদ মহেশখালীকুতুবদিয়ার সামগ্রিক উন্নয়ন ও জনমানুষের জীবনমান উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

গত ২৩ নভেম্বর কক্সবাজার ২ (মহেশখালীকুতুবদিয়া) আসন নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ আমির মাস্টার শামীম ইকবাল, কুতুবদিয়া উপজেলা আমির আ স ম শাহরিয়ার চৌধুরী, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মহেশখালী উপজেলা উত্তর সেক্রেটারি মাস্টার বশীর আহমদ, দক্ষিণ সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সৈয়দুল হক সিকদার, অ্যাডভোকেট নূরুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানা যুবদলের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধবাজারে এলো প্রথম এফসিআর এঙপার্ট সিমেন্ট ডায়মন্ড এক্সট্রা পাওয়ার