মহেশখালী ও কুতুবদিয়ার ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত ১

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০১ অপরাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ইউপি নির্বাচনে সহিংসতায় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৩২)। উপজেলার কুতুবজোম ইউনিয়ন এ সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুতুবজোমের পশ্চিম পাড়া গ্রামের ছোট মিয়ার পুত্র।

এলাকাবাসীরা জানান, সকাল সাড়ে ৯টায় কুতুবজোম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ কামালের কর্মী-সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকনের ও সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে । এতে গুলিবিদ্ধ হয়ে আবুল কালাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

এছাড়া গুলিবিদ্ধ হয় আরো ৪ জন আহত হয়েছে। গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান প্রার্থীরা পরস্পরকে দায়ী করছেন। তবে নিহত ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক বলে দাবি করেন তিনি। দুই কেন্দ্রে আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই চেয়ারম্যান প্রার্থীকে আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। সংঘর্ষ ও নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই। উল্লেখ্য মহেশখালীর একটি পৌরসভা ও তিনটি ইউপিতে আজ ভোট গ্রহণ চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কুতুবজোম ইউনিয়ন ছাড়া পৌরসভা ও বাকি দুই ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

অপরদিকে কুতুবদিয়া উপজেলায় বড়ঘোপ ইউপি নির্বাচনে ৭নং ওয়ার্ডে পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা কালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নৌকার এজেন্ট স্থানীয় গোলদার পাড়ার মৃত মোঃ হোছাইন এর পুত্র আব্দুল হালিম (৩৫) নিহত হয়েছে। তিনি ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। এছাড়া ঘোড়া প্রতীকের এজেন্ট আজম কলোনীর নুরুচ্ছাফার পুত্র আবু শামা বাচ্চু (৩৬) সহ ৩ জন আহত হয়েছে। উল্লেখ্য কুতুবদিয়ার ৬ ইউপিতে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধনোংরা পরিবেশে মিষ্টান্ন তৈরি