মহেশখালীর ১৮০ শিক্ষককে সম্মাননা প্রদান

‘শিক্ষকরা হচ্ছেন দেশ গড়ার কারিগর’

| শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৯:১৮ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার ১৮০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিন স্তরে ভাগ করে আয়োজন করা হয় রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উত্তীর্ণ ১৫ জন শিক্ষার্থীকে দেয়া হয় নগদ প্রাইজবন্ড, সার্টিফিকেটসহ নানা পুরস্কার। গতকাল শুক্রবার উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি। মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী পেশাজীবী সমবায় সমিতির সভাপতি ও সিটি মেয়রের পিএস সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আবুল হাশেম। এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার। প্রধান অতিথির বক্তব্যে এমপি আশেক উল্লাহ রফিক বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদণ্ড। তাঁরা হচ্ছেন দেশ গড়ার কারিগর। মহেশখালীকে সত্যিকার অর্থে ডিজিটাল আইল্যান্ডে পরিণত করার লক্ষ্যে শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। প্রধান আলোচক চবি উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, মহেশখালীর মত দ্বীপাঞ্চলের মানুষ শিক্ষার মানোন্নয়নে তথা শিক্ষকের মান রক্ষায় যে কার্যক্রম নিয়েছে তা অন্যান্য অঞ্চলের মানুষের জন্য সত্যিই অনুকরণীয়। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোছাইন ও জয়নাল আবেদিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কঙবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি বিভিষন কান্তি দাশ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এরফান উল্লাহ, যুগ্ম জেলা জজ আলী আক্কাস, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. ফাহমিদা রশীদ স্বাতী, সরওয়ার কামাল, প্রফেসর গোলাম কিবরিয়া, অধ্যাপক কানু কুমার চৌধুরী, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম ও মোহাম্মদ ইসহাক, মহেশখালী থানার ওসি আব্দুল হাই প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনকে জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৯ জন