মহেশখালীর মাতারবাড়িসহ নতুন ৪ থানা অনুমোদন দিয়েছে সরকার

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

মহেশখালীর মাতারবাড়িসহ সারা দেশে ৪টি নতুন থানার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’ নামে আরও দুইটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে এটি নিকারের প্রথম সভা। সভায় অর্থ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব, সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, কঙবাজার জেলায় মাতারবাড়ি নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া নরসিংদী জেলায় রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।

মহেশখালীর মাতারবাড়িতে নতুন থানা অনুমোদন বিষয়ে একটি প্রতিক্রিয়ায় মহেশখালীকুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র, বন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনালসহ বিভিন্ন মেগা প্রকল্পের নিরাপত্তা এবং উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তার প্রয়োজনে মাতারবাড়িতে একটি পূর্ণাঙ্গ থানা স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়ের উপযোগী পদক্ষেপ। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। প্রস্তাবিত মাতারবাড়ি থানা স্থাপন হলে উত্তর মহেশখালী মহেশখালীর ৪টি ইউনিয়ন সহ সমুদ্র উপকূলবর্তী লোকজনের জানমালের নিরাপত্তা বিধান হবে।

পূর্ববর্তী নিবন্ধবহির্নোঙরে ২০ দিনের বেশি সময় ভাসছে জাহাজ, আগামী ৫ দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশনা
পরবর্তী নিবন্ধনিলামের পণ্য কেনার পরও খালাস করতে বিডারদের গড়িমসি