মহেশখালীর পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৩৩ অপরাহ্ণ

মহেশখালীর কালারমারছড়ার গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে কালারমারছড়ার গহীন পাহাড়ে অস্ত্রের আস্তানার সন্ধানে র‍্যাব পুলিশের প্রায় আড়াইশো আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা এই অভিযান চালান।

এসময় ড্রোনের সাহায্যে অস্ত্রের আস্তানা সনাক্ত করার চেষ্টা করা হয়। আস্তানা সনাক্ত হলে সেখানে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি মহেশখালী থেকে পাচারকালে দেশীয় অস্ত্রসহ একাধিক পাচারকারী ও অস্ত্র কারিগরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সে সব অস্ত্র পাচারকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী আজ কালারমারছড়ার গহীন পাহাড়ে এই অভিযান চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অস্ত্রের আস্তানার সন্ধান ও কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ডাকাত দলের গুলিতে তিন পুলিশ গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু