মহেশখালীর পাহাড়ে মদের কারখানা, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

মহেশখালীর গহীন পাহাড়ে মদের কারখানায় পুলিশ অভিযান চালিয়ে ১৫০ লিটার চোলাই মদ ও ১টি বন্দুকসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার গহীন অরণ্যের চৌচালা ঘোনায় অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করে মহেশখালী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মহেশখালী পৌরসভার দাসিমাঝির পাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে নাছির উদ্দিন (৪১), ছোট মহেশখালীর ঠাকুরতলা এলাকার জ্যোতিষ দের ছেলে দুলাল দে (৩৮), বড় মহেশখালী পশ্চিম দেবাঙ্গাপাড়ার মৃত জোনাব আলীর ছেলে জসীমউদ্দিন (৩৬) ও একই ইউনিয়নের মনু মিয়া সিকদারপাড়ার মনসুর আলীর ছেলে মো. শরীফ (৫৫)।

থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, পাহাড়ি এলাকা চৌচালা ঘোনায় দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি হয়ে আসছিলো। পুলিশ খবর পেয়ে রাতের আঁধারে অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করে দেয়। এ সময় কারখানা থেকে ১৫০ লিটার চোলাই মদসহ মদ তৈরির উপাদান, একটি বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ ও দা উদ্ধার করা হয়। কারখানাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ৪ জন মাদক ব্যবসায়ীকে। তারা সেখানে মদ তৈরি করে মহেশখালীর বিভিন্ন এলাকাসহ পুরো কঙবাজার জেলায় পাইকারি মূল্যে সরবারহ করে আসছিল।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতোমধ্যে মহেশখালী থানায় মাদক আইন এবং অস্ত্র আইনে পৃথকভাবে দুইটি মামলা রেকর্ড হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৯৯৯ এ ফোন করেও ঠেকানো যায়নি গরু লুট
পরবর্তী নিবন্ধ‘মুক্তিপণ দিয়ে’ ফিরলেন টেকনাফের আরেক কৃষক