মহেশখালীর কলেজ শিক্ষার্থী অপহরণ, মূলহোতা আটক

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মহেশখালীর কলেজ শিক্ষার্থী অপহরণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ছৈয়দুল করিম (৩০) কে আটক করেছে র‍্যাব। সে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলা এলাকার মৃত খুইল্যা মিয়ার পুত্র।

র‍্যাব সূত্র জানায়, বুধবার (২৯ মে) দুপুরে কক্সবাজার কোর্ট বিল্ডিং এলাকা থেকে ছৈয়দুল করিমকে আটক করা হয়।

অপহরণের শিকার ভুক্তভোগী শিক্ষার্থী মহেশখালী বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার পরিবারের অভিযোগ তাকে প্রকাশ্যে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত ছৈয়দুল করিম।

পরে গত ১৮ মে মহেশখালী থানায় ছৈয়দুল করিমকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।

ওই শিক্ষার্থীর স্বজনদের দাবি, তাকে অপহরণ করে তুলে নিয়ে ছৈয়দুল করিমসহ কয়েকজন পালাক্রমে গণধর্ষণ করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর চেহারা ও শরীরের নানা অংশে ক্ষতচিহ্ন রয়েছে। শিক্ষার্থীর পরিবার অভিযুক্ত ছৈয়দুল করিমের কঠোর শাস্তি চেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসীদের গুলিতে আহত বিলাইছড়ি উপজেলার চেয়ারম্যান মারা গেছেন
পরবর্তী নিবন্ধটেকনাফে ক্রিস্টাল মেথসহ ২ মিয়ানমার যুবক গ্রেফতার