মহেশখালীর আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন খারিজ

পিটার হাসকে হুমকি

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দাতা মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন খারিজ করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।

জানা যায়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে ফরিদুল আলমের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেন এম এ হাশেম নামের এক ব্যক্তি। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি খারিজের আদেশ দেন আদালত।

মামলার বাদী এম এ হাশেম দাবি করেন, ৬ নভেম্বর কালারমার ছড়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক সভায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যা করার হুমকি দিয়ে বক্তব্য দেন কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম। তার ওই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধশিকারির কবল থেকে ২৫টি সাদা বক উদ্ধার, পরে অবমুক্ত
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় আল-হেরা বালিকা মাদরাসার আলোচনা সভা