মহেশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার দায়ে ৩টি বিহিন্দি জাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।
জব্দের পর ৬০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের কর্মকর্তাবৃন্দ ও মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আঃ রহমান খান, সহকারী অফিসার রবি চাকমা। দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে সাগরে ৬৫দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।