মহেশখালীতে ১শ লিটার চোলাই মদ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:৩৫ পূর্বাহ্ণ

মহেশখালীতে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. ফরিদ (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদ পৌরসভার পুটিবিলার দাসিমাঝির পাড়া গ্রামের মৃত মকতুল হোছাইনের ছেলে। বুধবার রাতে মহেশখালী পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ফরিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পুটিবিলা থেকে তাকে দেশীয় ১০০ লিটার বাংলা মদসহ গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাদকের মামলায় মিয়ানমার নাগরিকের ছয় বছরের সশ্রম কারাদণ্ড
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চোরাই গরুসহ আটক ২