মহেশখালীতে হোপ ফাউন্ডেশনের হাসপাতাল পরিদর্শনে পিটার হাস

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিয়োজিত বহুল আলোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সফর করলেন কক্সবাজার ও মহেশখালী দ্বীপ। যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে প্রথমবারের মতো তিনি কক্সবাজার ও মহেশখালী পরিদর্শন করে গেলেন।

গত ৪ ডিসেম্বর কক্সবাজারের রামুতে হোপ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ৫০ শয্যার হোপ হসপিটাল, এবং মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত ৩০ শয্যার এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করে গেছেন তিনি। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কেএম জাহিদুজ্জামান তাকে অভ্যর্থনা জানান।

হোফ ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ হাসান জানান, মহেশখালীর কুতুবজোমে ইতোমধ্যে নির্মিত হয়েছে ৩০ শয্যা বিশিষ্ট হোপ এক্সিলারেট হাসপাতাল। যেটি এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

পরিদর্শনকালে পিটার হাসের সাথে এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. হাবিবুর রহমান ভূঁইয়া, হোপ হসপিটালের চিফ মেডিকেল অফিসার ডা. নুর ইসলাম, সিনিয়র ম্যানেজার মো. শওকত আলী, হোপ রিসার্চ ডিভিশন হেড ড. গোলাম হাফিজ, সিনিয়র ম্যানেজার এসএম জালালসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য মহেশখালী দ্বীপের সংলগ্ন পশ্চিম সমুদ্রে ভাসমান একটি এলএনজি টার্মিনাল স্থাপন করেছে এক্সিলারেট এনার্জির। এখানে আরও একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে তাদের। ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশে এলএনজি সরবরাহে চুক্তি করেছে এক্সিলারেট এনার্জি।

পূর্ববর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারীর ওরশ নিয়ে সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধভারতীয় আধিপত্য-অপপ্রচারের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিবাদ