মহেশখালীতে সুন্দরবন দিবসে প্যারাবন ও পাহাড় রক্ষার শপথ

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:১৯ অপরাহ্ণ

সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বেশ কিছু পরিবেশবাদী সংগঠন বেসরকারি উন্নয়ন সংস্থার অংশগ্রহণে খুলনায় প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সেই সম্মেলনে থেকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ-এই প্রতিপাদ্যে দিবসটি উদযাপন উপলক্ষে পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে ৩টায় মুকবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাপলাপুর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপিত মনজুর আহমদ, সুন্দরবন দিবসের মুল প্রবন্ধ উপস্থাপন করেন,ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) ও ওয়াটারকিপার্সের পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোসাইন।

বক্তব্য রাখেন শাপলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাহামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী, প্যারাবন রক্ষা সমিতির প্রতিনিধি হেলাল উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি হলেন বোয়ালখালী থানার আছহাব উদ্দীন
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা