মহেশখালীতে অভিযান চালিয়ে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি কায়ছার হামিদ। তিনি জানান, গত রোববার দিবাগত রাতে মহেশখালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি শাপলাপুর ইউনিয়নের দীনেশপুর গ্রামের মো. আবদুল্লাহ (৪২), দেড় বছরের সাজাপ্রাপ্ত (ডাবল ওয়ারেন্ট যুক্ত) কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা চালিয়াতলী গ্রামের নুর উদ্দিন (৪৫) ও অপর ওয়ারেন্টভুক্ত আসামি জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়।