মহেশখালীতে সন্ত্রাসী হামলায় যুবক নিহত

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

মহেশখালীতে পারিবারিক কলহের জের ধরে এক পক্ষের হামলায় নুরুন্নবী (২২) নামে এক যুবক খুন হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের ফরিদ মিয়ার পুত্র।

জানা যায়, গত মঙ্গলবার রাতে নিহত নুরুন্নবী ও তার বাবা ফরিদ মিয়ার সাথে শফি আলম এবং তার ভাই নুরুল আলমের সাথে পারিবারিক বিষয় নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এর জের ধরে ১৫২০ জন সন্ত্রাসী ফরিদ মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীদের আঘাতে নুরুন্নবী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ বলেন, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপিদের বিলাসবহুল গাড়িসহ শতাধিক গাড়ির নিলাম আগামী সপ্তাহে
পরবর্তী নিবন্ধস্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ, স্বামী গ্রেপ্তার