গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টির ফলে দ্বীপ উপজেলা মহেশখালীতে ফায়ার সার্ভিস অফিসের সামনে শত বছরের পুরোনো একটি বটগাছ উপড়ে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রধান সড়কের উপর উপড়ে পড়া গাছটির কারণে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে পড়ে। এতে উভয়দিকে শতশত যানবাহন আটকে পড়ে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে সড়কের ওপর গাছটি উপড়ে পড়ে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে মাটি নরম হয়ে যাওয়ায় এবং গোড়া দুর্বল হয়ে পড়ায় বিশাল বটগাছটি উপড়ে পড়ে। শত বছরের পুরোনো বটগাছটি হঠাৎ করে রাস্তায় পড়ে গেলে মুহূর্তেই সড়কটি বন্ধ হয়ে যায়। এতে প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন এসে গাছটি অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ বলেন, টানা বর্ষণের ফলে মহেশখালীতে পাহাড় ধ্বসের ঘটনা ঘটতে পারে। এজন্য জনগণকে মাইকিং করে সতর্কতা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।