মহেশখালীতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, যুবক গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চায়ের দোকানের কারিগর মো. হামিদকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ১১টায় মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল বাজারের উত্তর পাশে পরিত্যক্ত একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আটক মো. হামিদ মাইজ পাড়া এলাকার সৈয়দ আলম প্রকাশ টুইট্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টায় শিশুটি বাড়ির পাশে বাজারের রাস্তায় খেলা করছিল। হামিদ শিশুটিকে একা পেয়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাজারের পাশ্ববর্তী পরিত্যক্ত নির্জন একটি বািতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত হামিদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা মাইজ পাড়া এলাকা থেকে তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই হারুন জানান, অভিযুক্ত ব্যক্তিকে জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধজবি ছাত্র জুবায়েদ হত্যা মূল সন্দেহভাজনকে পুলিশে দিলেন মা
পরবর্তী নিবন্ধবিনা বেতনে স্কুল-কলেজে পড়ার সুযোগ পাবে ‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানরা