মহেশখালীতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আলমগীর (২৩)। তিনি ফকিরা গুনাহ গ্রামের নুরুল আবছারের ছেলে। গতকাল রোববার রাত ৯টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরা ঘোনা গ্রামের হোনাজিয়া কাটা নামক এলাকার একটি পানি সেচের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চৌকিদার সোলাইমান বলেন, রাত ৯টায় ওই গ্রামের নজির আহমদ পরিষদে এসে জানান যে, তার ধান ক্ষেতের পানি সেচের মোটর ঘরে একটি অজ্ঞাত যুবকের লাশ পড়ে রয়েছে। থানায় খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয় লোকজনসহ লাশ উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়।
নিহতের মামাতো ভাই হাবিবুল্লাহ বলেন, নিহত আলমগীর লবণ মাঠের শ্রমিক। দুপুর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের সাথে লবণ মাঠে ছিল। রাতে কে বা কারা পূর্ব শত্রুতা বশত তাকে পিটিয়ে হত্যা করে করেছে বলে তার ধারণা।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ বলেন, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।