মহেশখালীতে ড্র সমিতির লটারি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত মো. ওয়াহিদ (২২) নামে এক যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়াপাড়া গ্রামের বালুঝিরি এলাকার বশির আহমদের পুত্র। বুধবার ভোর রাত ৪ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বোন রোকসানা আক্তার জানান, গত ৩১ মার্চ হোয়ানক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুঝিরি এলাকায় স্থানীয়ভাবে ড্র সমিতি নামে প্রচলিত সমিতির লটারি ড্র নিয়ে একই এলাকার জাফর আলমের সাথে দুপুরে কথা কাটাকাটি হয় ওয়াহিদের। এ নিয়ে জাফর আলম ও আবু ছৈয়দ ১০/১২ জনের সশস্ত্র লোকজন নিয়ে রাতে তাদের বাড়িতে গিয়ে রাতে ওয়াহিদের ওপর হামলা করে। এতে বাঁধা দিতে গেলে তিনিসহ চারজন গুরুত আহত হন। তখন উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। আহতদের কঙবাজার মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গতকাল ভোররাতে চমেকে চিকিৎসাধীন অবস্থায় আহত মো. ওয়াহিদের মৃত্যু হয়।
মহেশখালীর থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, হোয়ানকে একটি সংঘর্ষের ঘটনায় একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












