মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারে রাস্তার জায়গা দখল এবং মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় কয়েকজন অবৈধ দখলদারকে মোট ১৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। গতকাল শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার অভিযানের নেতৃত্ব দেন।
তিনি বলেন, পৌরসভার গোরকঘাটা বাজারের বিভিন্ন স্থানে কতিপয় ব্যবসায়ী অবৈধভাবে রাস্তার জায়গা দখল করে জনচলাচলে ব্যাঘাত সৃষ্টি করে আসছিল। এই জনদুর্ভোগ লাঘব করতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১৯ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, যেসকল দোকান অবৈধভাবে রাস্তার জায়গা দখল করেছে তাদেরকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।










