মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় তিন ফার্মেসিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওই অভিযান পরিচালনায় থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপরা জানান, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং ব্যবস্থাপনাপত্র ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে ওষুধ ও কসমেটিকস আইন’২৩ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
দীপক ত্রিপুরা জানান, মহেশখালীতে যে সকল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং ব্যবস্থাপনাপত্র ছাড়া ওষুধ বিক্রি করবে, সে-সকল ফার্মেসিগুলোর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার জরিমানায় পড়া প্রতিষ্ঠান গুলো হলো- গোরকঘাটা বাজারের মেসার্স রায়হান ফার্মেসিকে ৩০ হাজার, এন.আলম ফার্মেসি ৩০ হাজার এবং এন.আলম প্লাস ফার্মেসিকে ৪০ হাজার টাকা।