মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়ায় মাদ্রাসা পড়ুয়া কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাকের উল্লাহ (২৮) নামের যুবককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোররাতে পুলিশের একটি সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আটক যুবক একই এলাকার ঈমান আলীর পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ।
তিনি জানান, গত ১৯ মার্চ পিতা তারাবির নামাজে ও মা তাদের মুদি দোকানে বেচাকেনা করাকালে ছোট ভাইসহ বাড়িতে ঘুম ছিলো স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণিতে পড়ুযা ওই কিশোরী।
এই সুযোগে অভিযুক্ত শাকের উল্লাহ বাড়িকে ঢুকে ঘুমন্ত কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এই সময় দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পর ভুক্তভোগী কিশোরীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় শাকের উল্লাহ।
এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শাকের উল্লাহকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।