মহেশখালীতে মনোনয়ন দাখিল করলেন যারা

উপজেলা নির্বাচন

আজাদী অনলাইন | সোমবার , ১৫ এপ্রিল, ২০২৪ at ৭:২৪ অপরাহ্ণ

প্রথমধাপে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ।

সোমবার (১৫ এপ্রিল) মহেশখালী উপজেলা নির্বাচন কার্যালয়ে বিকাল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন মনোয়নয়ন পত্র জমা দিয়েছেন বলে দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল।

তিনি জানান, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, হাবিব উল্লাহ্ হাবিব, গোলাম কুদ্দুস চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা, জয়নাল আবেদীন ও আব্দুল্লাহ্ আল নিশান।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, মিফতাহুল করিম বাবু, শাহজাহান পারুল, জাহেদুল হুদা, মোহাম্মদ আবু ছালেহ্, সাইফুল কাদির, মঈন উদ্দিন তোফায়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, মিনুয়ারা মিনু, জাহানারা বেগম ও মনোয়ারা বেগম।

জমাকৃত মনোনয়নের যাচাই-বাছাই আগামী ১৭ এপ্রিল কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার এবং ২৩ এপ্রিল যাচাই-বাছাই পরবর্তী প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হবে। আগামী ৮ মে অনুষ্ঠিত হবে মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচন। ইভিএমের মাধ্যমে মহেশখালীতে ৮৬ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। মহেশখালীতে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪ শত ৫৮ জন।

পূর্ববর্তী নিবন্ধইসলামপুরে চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে শ্যালক-দুলাভাই
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেল নারীর