মহেশখালীতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত শতাধিক চিংড়িঘের

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:০৫ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে মহেশখালী উপজেলার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে শতাধিক প্রকল্পের কোটি কোটি টাকার মাছ। ভেঙে গেছে কয়লা বিদ্যুৎ প্রকল্পে যাতায়াতের একমাত্র সড়ক চালিয়াতলী মাতারবাড়ী সড়ক। অনুমানিক ৫ হাজার একর আমন ধান নষ্ট হয়েছে। এছাড়া গাছ চাপা পড়ে একই পরিবারের নারী শিশুসহ ৩ জন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিরা জানান, মাতারবাড়ীতে বেড়িবাঁধ ডিঙ্গিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশের ফলে সাইট পাড়া, উত্তর সিকদার পাড়া, সাইরারডেইল, উত্তর রাজঘাট, ওয়াপদা পাড়া প্লাবিত হয়েছে। ধলঘাটা ইউনিয়নের মহুরিঘোনাস্থ বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করায় ওই ইউনিয়নের অধিকাংশ জায়গা প্লাবিত হয়েছে। ধলঘাটা ও মাতারবাড়ী দুই ইউনিয়নে অন্তত ২০টি মাছ চাষ প্রকল্প তলিয়ে গেছে জোয়ারের পানিতে। ছোট মহেশখালী ইউনিয়নের কালালিয়া পাড়ায় সোমবার রাতে বসতঘরের উপর গাছ চাপা পড়ে একই পরিবারে ৩ জন আহত হয়েছেন। এছাড়া সোনাদিয়া দ্বীপ, ঘটিভাঙ্গা ও হোয়ানক ইউনিয়নে অন্তত ৬০টি চিংড়ি প্রকল্প তলিয়ে গেছে বলে জানিয়েছেন চিংড়ি খামারিরা।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৮ লাখ টাকার সেগুন কাঠ আটক
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে ভেসে আসা বার্জটি সিঙ্গাপুর যাচ্ছিল